আন্তর্জাতিক ডেস্ক : পাকিস্তানের পেশোয়ার শহরে মসজিদে শক্তিশালী আত্মঘাতী বোমা বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৮ জনে। এ ঘটনায় ১৫০ জন আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
সোমবার (৩০ জানুয়ারি) আফগানিস্তান সীমান্তের কাছে উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে দুপুরের নামাজের সময় এই ঘটনা ঘটে।
পাকিস্তানের প্রভাবশালী পত্রিকা ডন বলছে, বিস্ফোরণের পর ওই এলাকায় জরুরি অবস্থা জারি করা হয়েছে। এছাড়া এলাকাটি ঘিরে রাখা হয়েছে। আহতদের লেডি রিডিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে এএফপির এক প্রতিবেদকের বরাতে এনডিটিভি তার প্রতিবেদনে বলেছে, মসজিদের ছাদ ও দেয়ালের কাঠামোর কিছু অংশ ধসে পড়েছে ও আহতদের ধ্বংসস্তূপ থেকে সরিয়ে নেওয়া হচ্ছে।
পেশোয়ারের প্রধান হাসপাতালের মুখপাত্র মুহাম্মদ আসিম খান বলেন, ‘আমরা মৃতদেহ পেয়েছি। এটি একটি জরুরি পরিস্থিতি।’ তিনি আরও বলেন, ‘এ পর্যন্ত ৩৯ জনের মতো আহতকে সরিয়ে নেওয়া সম্ভব হয়েছে।’
নিরাপত্তা ও স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, পেশোয়ারের পুলিশ লাইন এলাকায় একটি মসজিদের ভেতরে নামাজের সময় বিস্ফোরণটি ঘটে। আহতদের পেশোয়ারের লেডি রিডিং হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।
হাসপাতালটির একজন মুখপাত্র চিকিৎসকের বরাতে জানিয়েছেন, আহতদের মধ্যে অন্তত ১০ জনের অবস্থা আশঙ্কাজনক।
একজন প্রত্যক্ষদর্শী জানান, তিনি মসজিদে যাওয়ার সময় বিস্ফোরণটি ঘটে। তিনি বলেন, ‘এটি ছিল শক্তিশালী বিস্ফোরণ। বিস্ফোরণের পর চারিদিকে শুধু ধোঁয়া উড়ছিল।’
তিনি আরও বলেন, ঘটনার সময় মসজিদে কমপক্ষে ১২০ জন লোক ছিল। এটি ছিল আত্মঘাতী বোমা হামলা। জোহরের নামাজ চলাকালে হামলার ঘটনা ঘটে। হামলাকারী মসজিদের ভেতরে সামনের সারিতে ছিলেন। আহতদের মধ্যে বেশিরভাগই পুলিশ সদস্য। খবর জিও নিউজের।
প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই বিস্ফোরণের তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, ‘একটি মসজিদের ভিতরে বিস্ফোরণ প্রমাণ করে যে হামলার সঙ্গে জড়িতদের ‘ইসলামের সঙ্গে কোনো সম্পর্ক নেই।’
এদিকে, টুইটারে এ হামলার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন, দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পাকিস্তানে আত্মঘাতী বোমা হামলায় নিহত বেড়ে ২৮ https://corporatesangbad.com/9691/ |