নিজস্ব প্রতিবেদক : আজ সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচক কমেছেও বেড়েছে লেনদেন। তবে অপরিবর্তত রয়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৩৭টি কোম্পানির ৭ কোটি ২৬ লক্ষ ৩০ হাজার ৫৩৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫০৯ কোটি ৪৮ লক্ষ ২৪ হাজার ৭৯০ টাকা।
ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্যদিবসের চেয়ে সূচক ৯.৪৯ পয়েন্ট কমে ৬২৭৮.৮৪ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৫.৪৩ পয়েন্ট কমে ২২২৫.৮৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.৭০ পয়েন্ট কমে ১৩৭০.২৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩২টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭০টি কোম্পানীর শেয়ার।
লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- জেনেক্স ইনফোসিস, বসুন্ধরা পেপার, আমরা নেটওয়ার্ক, ইস্টার্ন হাউজিং, ইন্ট্রাকো রিফুয়েলিং, বিএসসি, শাইনপুকুর সিরামিক, জেমিনী সী ফু, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ ও জেএমআই হসপিটাল।
দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্টার্ন লুব্রিকেন্টস, ওরিয়ন ইনফিউশন, জেনেক্স ইনফোসিস, ইন্ট্রাকো রিফুয়েলিং, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, মনোস্পুল পেপার, বেঙ্গল উইন্ডসোর, অগ্নী সিস্টেম, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ও মুন্নু এগ্রো।
দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- আমরা টেকনোলজি, জেএমআই হসপিটাল, পাইওনিয়ার ইন্স্যুরেন্স, বিডি থাই ফুড, এশিয়া ইন্স্যুরেন্স, এডিএন টেলিকম, বসুন্ধরা পেপার, ইউনিক হোটেল, প্রগতী ইন্স্যুরেন্স ও নাভানা ফার্মা।
আজ ডিএসই’র বাজার মূলধন:- ৭৬৬৪০৬৩০৮০০২০.০০।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সূচক কমলেও বেড়েছে লেনদেন https://corporatesangbad.com/9685/ |