নিজস্ব প্রতিবেদক : পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি সোনারগাঁও টেক্সটাইল লিমিটেডের ৩৬তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সোমবার (২৬ ডিসেম্বর, ২০২২) সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হয়েছে।
উক্ত এজিএমে সভাপতিত্ব করেন কোম্পানির সম্মানিত চেয়ারম্যান এ.কে.এম আজিজুর রহমান। কোম্পানির সূত্রে এ তথ্য জানা গেছে।
৩৬-তম বার্ষিক সাধারণ সভায় কোম্পানির সম্মানিত শেয়ারহোল্ডারগণ ডিজিটাল প্ল্যাটফর্মে সংযুক্ত থেকে ৩০-জুন ২০২২ সমাপ্ত অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক বিবরণী, নিরীক্ষকের প্রতিবেদন ও পরিচালকদের প্রতিবেদনসহ ১ শতাংশ নগদ লভ্যাংশ অনুমোদন করেছেন।
কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক বজলুর রহমান বিগত অর্থ-বছরের উপর আর্থিক ও ব্যবসায়িক কিছু বিষয় শেয়ারহোল্ডারদের সামনে তুলে ধরেন।
বার্ষিক সাধারণ সভায় অনন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন- কোম্পানির সচিব আসাদুল্লাহ মাহমুদ এফসিএস, মাসুদা সুলতানা সিএফও, এফসিএস এবং স্বতন্ত্র পরিচালক মো: হালিম সহ আরো অনান্য পরিচালকগণ উপস্থিত ছিলেন।
এছাড়া বার্ষিক সাধারণ সভায় ইন্ডিপেন্ডেন্ট স্কুটিনাইজার হিসেবে উপস্থিত ছিলেন জেসমিন আক্তার, এফসিএস।
লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষনে দেখা যায়, বিগত ২০১৯ সালে ৩ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) তথ্য অনুযায়ী কোম্পানির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হলো ২০১৭ সালে ২৪ টাকা ৯৪ পয়সা ২০১৮ সালে ২৮ টাকা ৫১ পয়সা, ২০১৯ সালে ২৯ টাকা ৪৪ পয়সা, ২০২০ সালে ২৪ টাকা ৪৩ পয়সা এবং ২০২১ সালে ১১ টাকা ০৮ পয়সা।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সোনারগাঁও টেক্সটাইলের লভ্যাংশ অনুমোদন https://corporatesangbad.com/960/ |