স্পোর্টস ডেস্ক : আগামী ২০২৪ সালে মাঠে গড়াবে লাতিন আমেরিকা মহাদেশের ফুটবল শ্রেষ্ঠত্বের লড়াই কোপা আমেরিকার নতুন আসর। বিশ্বকাপের ২৩তম আসরকে সামনে রেখে এবার লাতিন ফুটবল টুর্নামেন্টের আয়োজক প্রেসিডেন্ট জো বাইডেনের দেশ যুক্তরাষ্ট্র।
এবার ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ের পাশাপাশি কোপা আমেরিকায় খেলতে দেখা যাবে কনকাকাফ জোনের অন্তর্ভুক্ত দেশগুলোকেও। ফলে বিশ্বকাপ ও কোপা আমেরিকার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন লিওনেল মেসির আর্জেন্টিনার সঙ্গে লাতিন ফুটবলের লড়াইয়ে সাক্ষী হয়ে থাকবে উত্তর আমেরিকার ফুটবলপ্রেমীরাও।
সেই ১৯৯৪ সালে ফিফা ফুটবল বিশ্বকাপের আসর বসেছিল যুক্তরাষ্ট্রের মাঠে৷ সেবার কার্লোস দুঙ্গার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয়েছিল ফুটবল সম্রাট পেলের দেশ ব্রাজিল। এর ঠিক ৩০ বছর পর পশ্চিমা দেশটিতে ফের একবার বড় মাপের প্রতিযোগিতার আসর বসতে যাচ্ছে।
এক যৌথ বিবৃতিতে কনকাকাফ এবং কমবোল ফেডারেশন যুক্তরাষ্ট্রের মাঠে ২০২৪ কোপা আমেরিকার লড়াই অনুষ্ঠিত হওয়ার কথা জানিয়েছেন। দুই মহাদেশের ফেডারেশনের মধ্যে নতুন পরিকল্পনা ভিত্তিক পার্টনারশিপের অংশ এই প্রতিযোগিতা। ফলে ২০২৬ সালে বিশ্বকাপ যৌথভাবে আয়োজনের আগে নিজেদের রিহার্সেলটা সেরে নিতে চায় বিশ্ব পরাশক্তির এই দেশটি।
কোপা আমেরিকার সাধারণত দক্ষিণ আমেরিকার ১০টি দেশ অংশগ্রহণ করে থাকে। এবার কনকাকাফ জোন থেকেও খেলবে ছটি দেশ। উত্তর, মধ্য আমেরিকার পাশাপাশি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ৬টি দেশকে খেলার জন্য আমন্ত্রণ জানানো হবে। এছাড়া ক্লাব ফুটবলেও আয়োজক হতে চায় দেশটি।
আরও পড়ুন:
হেলমেট ছুড়ে মারায় শান্তকে সতর্ক করলো বিসিবি
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
২০২৪ সালে কোপা আমেরিকা অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে https://corporatesangbad.com/9563/ |