গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়িতে ৮ কেজি গাঁজা ও নগদ টাকাসহ দুই মাদককাবারীকে আটক করেছে কোনাবাড়ি থানা পুলিশ।
শনিবার রাতে কোনাবাড়ি বাইমাইল নোয়াব আলী মার্কেট এলাকায় নোয়াব আলীর বাড়ির গেইটের সামনে থেকে মাদক বিক্রির সময় ১ কেজি গাঁজা ও নগদ ৪০০ টাকাসহ হাতেনাতে আব্দুল হাই নামে এক মাদককারবারী কে আটক করে পুলিশ পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অপর আরেক মাদককারবারি রিপন আহম্মেদ কে বাইমাইল দক্ষিণপাড়া চান মিয়ার বাড়ির একটি রুম থেকে অভিযান চালিয়ে ৭ কেজি গাঁজাসহ তাকে আটক করে কোনাবাড়ি থানা পুলিশ।
অভিযানের নেতৃত্ব দেন কোনাবাড়ি থানার উপ-পুলিশ পরিদর্শক ফরিদ আহাম্মদ, অতিরিক্ত উপ-পুলিশ পরিদর্শক রুহুল আমিন। এ সময় পলাতক আরেক মাদককারবারী খোরশেদ কে আটকের জন্য অভিযান অব্যাহত আছে বলে জনান পুলিশ।
আরও পড়ুন:
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কোনাবাড়িতে ৮ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক https://corporatesangbad.com/9397/ |