নর্দমায় ফেলা দেয়া ৪টি স্বর্ণের বার উদ্ধার, চোরাকারবারি আটক

Posted on January 29, 2023

আহসান আলম, চুয়াডঙ্গা প্রতিনিধি : চুয়াডাঙ্গার দর্শনায় নর্দমায় ছুঁড়ে ফেলা চারটি স্বর্ণের বার উদ্ধার করেছে পুলিশ। এসময় আটক করা হয়েছে এক চোরাকারবারীকে।

আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে ওই অভিযান চালানো হয়। আটক চোরাকারবারীর নাম হৃদয় হোসেন (১৯)। তিনি দর্শনার নাস্তিপুর গ্রামের নওশাদ আলীর ছেলে।

অভিযান শেষে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, দুপুরে চোরাচালানের গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও দর্শনা থানা পুলিশের সদস্যরা দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ের সামনে অবস্থান নেয়। এসময় দর্শনা থেকে সীমান্তের দিকে যাওয়া একটি মোটরসাইকেল গতিরোধ করে পুলিশ সদস্যরা। পুলিশ দেখে মোটরসাইকেল চালক পকেটে থাকা কাগজে মোড়ানো স্বর্ণের বার পাশের একটি নর্দমায় ফেলে দেয়। পরে ওই নর্দমা থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়। যার ওজন ২৫ ভরি ২ রতি। আটক করা হয় চোরাকারবারী হৃদয় হোসেনকে।

তিনি আরও জানান, আটককৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।