নিজস্ব প্রতিবেদক : রাজধানীর উপকণ্ঠ পূর্বাচলে গত ১ জানুয়ারি থেকে শুরু হয়েছে ২৭তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ)। এবারের মেলায় খাবারের দোকান থেকে শুরু করে বিভিন্ন পণ্যসামগ্রীর স্টল শোভা পেয়েছে। কিন্তু মেলায় আগত ক্রেতাদের অভিযোগ ও নানা অনিয়মের পরিপ্রেক্ষিতে গত ২৮ দিনে ৩১ প্রতিষ্ঠানকে মোট ১ লাখ ২১ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।
শনিবার (২৮ জানুয়ারি) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রিনা বেগম।
জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর সূত্রে জানা যায়, বাণিজ্যমেলা শুরু পর গত ৬ জানুয়ারি একটি প্রতিষ্ঠানকে এক হাজার, ৯ জানুয়ারি পাঁচটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার, ১০ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানকে ৭ হাজার, ১১ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানকে ৪ হাজার, ১৩ জানুয়ারি চারটি প্রতিষ্ঠানকে ১৯ হাজার, ১৪ জানুয়ারি তিনটি প্রতিষ্ঠানকে ৯ হাজার, ১৫ জানুয়ারি তিনটি প্রতিষ্ঠানকে ৬ হাজার, ১৭ জানুয়ারি একটি প্রতিষ্ঠানকে তিন হাজার, ১৮ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার, ১৯ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার, ২১ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানকে ৬ হাজার, ২২ জানুয়ারি দুটি প্রতিষ্ঠানকে ১৫ হাজার, ২৭ জানুয়ারি একটি প্রতিষ্ঠানকে ৫ হাজার, ২৮ জানুয়ারি একটি প্রতিষ্ঠানকে এক হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এ বিষয়ে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক রিনা বেগম জানান, খাবারের দাম বেশি রাখা, দোকানে মূল্যতালিকা না রাখা, অস্বাস্থ্যকর পরিবেশে রান্না করা, মিথ্যা লোভনীয় অফার দেওয়া, খাবারের মেয়াদ উত্তীর্ণ হয়ে যাওয়া এবং ভোক্তাদের অভিযোগের ভিত্তিতে অভিযান পরিচালনা করে এ জরিমানা করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
বাণিজ্যমেলায় ২৮ দিনে সোয়া লাখ টাকা জরিমানা https://corporatesangbad.com/9294/ |