সেলিম রেজা, সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে লীজ নেয়া খালে দুবৃর্ত্তদের ঢেলে দেওয়া বিষে মো. আবু সাইদ নামের এক প্রান্তিক মৎস্যজীবির প্রায় ৭ লাখ টাকার মূল্যের দেশীয় প্রজাতীর মাছ নিধন করা হয়েছে।
ঘটনাটি ঘটেছে, রোববার দিবাগত গভীর রাতে উপজেলার বারুহাঁস ইউনিয়নের বারুহাঁস ভেটুয়া খালে।
বিষয়টি বারুহাঁস ইউনিয়নের চেয়ারম্যান মো. ময়নুল হক নিশ্চিত করেছেনে।
স্থানীয়রা জানিয়েছেন, বারুহাঁস গ্রামের মৃত ওমর আলীর ছেলে মো. আবু সাইদ বারুহাঁস এলাকার দাউর নিমাইচড়া সমবায় সমিতি লিমিটেডের আওতাধীন প্রায় এক কিলোমিটার দৈর্ঘ্য বারুহাঁস- ভেটুয়া খালটি ৫ লাখ টাকা লীজ নেন। তিনি প্রায় ৫ মাস যাবৎ ওই খালের দেশী প্রজাতির মাছের পরিচর্যা করে আসছেন। সম্প্রতি ওই খালে মাছ ধরার জন্য তিনি প্রস্তুতিও নিচ্ছিলেন। কিন্তু রোববার দিবাগত গভীর রাতে দূর্বৃত্তরা ওই খালে শক্তিশালী বিষ প্রয়োগ করে। এতে খালে থাকা প্রায় ৭ লাখ টাকা মূল্যের বোয়াল, শোল, গজার, কই, পবদা, পুঠি, টেংড়া, শিং- মাগুড়সহ বিভিন্ন প্রকারের মাছ মরে ভেসে উঠে। সকালে ঘুম থেকে উঠে প্রান্তিক মৎস্যজীবি মো. আবু সাইদ খালের পাড়ে গিয়ে মরা মাছের দৃশ্য দেখে কান্নায় ভেঙ্গে পড়েন।
তিনি জানান, তাঁর লীজ নেয়া খালে বিষ প্রয়োগে প্রায় ৭ লাখ টাকার মাছ মরে গেছে। ফলে তিনি সর্বশান্ত হয়ে পড়েছেন। এ বিষয়ে সোমবার সকালে আবু সাইদ তাড়াশ থানায় একটি অভিযোগ দায়ের করেন।
এ প্রসঙ্গে তাড়াশ থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. শহিদুল ইসলাম জানান, অভিযোগ পেয়েছি। পাশাপাশি ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তাড়াশে দূর্বৃত্তদের বিষে ৭ লাখ টাকার দেশীয় মাছ নিধন https://corporatesangbad.com/929/ |