কর্পোরেট সংবাদ ডেস্ক : ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে গত শুক্রবার এক উগ্র ডানপন্থী কর্মী কর্তৃক পবিত্র কোরআন পোড়ানোর ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ।
শনিবার (২৮ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সারা বিশ্বের মুসলমানদের পবিত্র মূল্যবোধ ও ধর্মীয় প্রতীকের অবমাননার এ ধরনের জঘন্য কর্মকান্ডের জন্য বাংলাদেশ আবারও গভীর উদ্বেগ প্রকাশ করছে।
সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থানের স্বার্থে ঢাকা সংশ্লিষ্ট সকলকে এ ধরনের অনাকাক্সিক্ষত উস্কানি ও ইসলামভীতি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে।
এর আগে শুক্রবার (২৭ জানুয়ারি) ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে কোপেনহেগেন মসজিদের কাছে ও তুরস্কের দূতাবাসের সামনে কোরআন শরীফ পোড়ানো হয়। একজন মুসলিমবিরোধী অ্যাক্টিভিস্ট এ ঘটনায় নেতৃত্ব দেন। গত ২১ জানুয়ারি সুইডেনে কোরআন শরীফ পুড়িয়ে বিক্ষোভ করেন রাসমাস পালুদান নামের ওই ব্যক্তি। তিনি একইসঙ্গে ড্যানিশ ও সুইডিশ নাগরিক। ওই ঘটনায় তুরস্কসহ বিশ্বের বেশকিছু মুসলিম দেশ কড়া প্রতিক্রিয়া জানায়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
ডেনমার্কে কোরআন শরীফ পোড়ানোর ঘটনায় বাংলাদেশের তীব্র নিন্দা https://corporatesangbad.com/9189/ |