অর্থ-বাণিজ্য ডেস্ক : দেশে পর্যাপ্ত ডিম আছে, ডিম আমদানির কোন প্রয়োজন নেই। দেশে যে ডিম আছে তা সঠিক ব্যবস্থাপনা করলে আর ডিম আমদানি করতে হবে না বলে জানিয়েছেন প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।
রোববার (১৩ আগস্ট) সচিবালয়ে ব্যবসায়িদের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন।
শ ম রেজাউল করিম বলেন, খুচরা পর্যায় প্রতিটি ডিম ১২ টাকার মধ্যে বিক্রি হলে তা যৌক্তিক। কেউ ডিমের দাম অস্বাভাবিক বাড়ালে ভোক্তা অধিকার অধিদপ্তর ব্যবস্থা নেবে।
আমদানি করে দাম কমানোর কথা বলেছেন বাণিজ্যমন্ত্রী এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সেটা বাণিজ্য মন্ত্রণালয়ের নিজস্ব বিষয়। তবে দেশে যে ডিমের উৎপাদন তাতে সঠিক ব্যবস্থায় বিন্যাস হলে আমদানির কোন প্রয়োজন নেই।
মন্ত্রী বলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের সার্ভেতে দেখা গেছে উৎপাদন পর্যায়ে সাড়ে ১০ থেকে ১১ টাকা পর্যন্ত খরচ। তাই ১২ টাকা পর্যন্ত খুচরা বাজারে বিক্রি হওয়া যৌক্তিক… এর বেশি হলে ভোক্তা অধিকার আইনের আওতায় তা অধিদপ্তর ব্যবস্থা নেবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
দেশে পর্যাপ্ত ডিম আছে, আমদানির প্রয়োজন নেই : প্রাণিসম্পদ মন্ত্রী https://corporatesangbad.com/91059/ |