ঢাকা: রাজধানীর ওয়ারি এলাকায় অভিযান চালিয়ে মহানগরীর মোহাম্মদপুর এলাকার কুখ্যাত ছিনতাইকারী দলের সর্দার মোঃ ইসমাইল হোসেন বাবু (৫০) কে গ্রেফতার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
আটককৃত আসামি ইসমাইল হোসেন বাবু কুমিল্লা জেলার হোমনা থানাধীন দড়ির চর এলাকার আঃ লতিফ এর ছেলে ।
গোপন সংবাদের ভিত্তিতে রোববার, (১৩ আগস্ট, ২০২৩) দুপরে ওয়ারিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র্যাব সদস্যরা ।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন সিনিয়র সহকারী পুলিশ সুপার ,স্টাফ অফিসার (মিডিয়া) ফারজানা হক ।
র্যাব জানায়, আসামি রাজধানীর মোহাম্মদপুর এলাকার একটি ছিনতাইকারী গ্রুপের সর্দার এবং তার নামে রাজধানীর বিভিন্ন এলাকায় একাধিক ছিনতাই এর অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে মোহাম্মদপুর থানার ১৯৯৬ সালের একটি ছিনতাই মামলায় ২০২২ সালে বিজ্ঞ আদালত কর্তৃক আসামি বাবুকে ০৫ বছরের কারাদন্ড প্রদান করা হয়। রায় ঘোষণার পর থেকেই আসামি বাবু রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় স্থান পরিবর্তন করে পলাতক জীবন যাপন করে আসছিল।
কর্পোরেট সংবাদ/এএইচ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
মোহাম্মদপুরের কুখ্যাত ছিনতাইকারী দলের সর্দার গ্রেফতার https://corporatesangbad.com/91022/ |