ভোমরায় রসুনের ‍দাম বেড়েছে কেজিতে ৫০-৬০ টাকা

Posted on August 13, 2023

নিজস্ব প্রতিবেদক : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে বেড়েছে রসুন আমদানি। গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় চলতি অর্থবছর প্রথম মাসে পণ্যটি দ্বিগুণেরও বেশি আমদানি হয়েছে। এদিকে বন্দর দিয়ে আমদানি বাড়লেও দেশের বাজারে রসুনের দাম বরং বেড়েই চলেছে। এক মাসের ব্যবধানে রসুনের দাম বেড়েছে কেজিতে ৫০-৬০ টাকা পর্যন্ত।

ব্যবসায়ী ও আমদানিকারকরা বলছেন, বাজারে রসুনের সরবরাহের তুলনায় চাহিদা বেশি। এ কারণেই মূলত দাম বাড়ছে।

এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গেছে, চলতি ২০২৩-২৪ অর্থবছরের প্রথম মাস অর্থাৎ জুলাইয়ে বন্দর দিয়ে রসুন আমদানি হয়েছে ১ হাজার ৮১৫ টন, যা গত অর্থবছরের প্রথম মাসের তুলনায় দ্বিগুণেরও বেশি। আমদানীকৃত এসব রসুনের মূল্য ২৮ কোটি ৫০ লাখ টাকা। গত অর্থবছরের প্রথম মাসে এ বন্দর দিয়ে রসুন আমদানি হয়েছিল ৮৭৭ টন, যার আমদানি মূল্য ছিল ১১ কোটি ৪৫ লাখ টাকা। চলতি অর্থবছরের প্রথম মাসে পণ্যটির আমদানি বেড়েছে ৯৩৮ টন।