শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা প্রতিনিধি : মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামী কুখ্যাত মাদককারবারি রাসেলকে গ্রেপ্তার র্যাব-৬ এর সাতক্ষীরা ক্যাম্পের সদস্যরা।
শনিবার(১২ আগষ্ট) ভোর রাতে সাতক্ষীরা শহরের বিনেরপোতা বাইপাস সড়ক এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
শনিবার বিকালে ব্যাব সাতক্ষীরা ক্যাম্পের কোম্পানী কমান্ডার মেজর গালিব স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেপ্তারকৃত রাসেল (৩৩) সাতক্ষীরা সদর উপজেলার বাসিন্দা।
প্রেস বিজ্ঞপ্তিতে ক্যাম্প কমান্ডার মেজর গালিব জানান, ২০১৩ সালে কুখ্যাত মাদক চোরাকারবারী রাসেলকে খুলনার ডুমুরিয়া এলাকা থেকে বিপুল পরিমান মাদকসহ গ্রেপ্তার করেন পুলিশ। এরপর এ মামলায় বিচারকার্য শেষে ঘটনার সত্যতা পাওয়ায় বিজ্ঞ আদালত আসামী রাসেলকে যাবজ্জীবন সাজা প্রদান করেন। আদালত কর্তৃক রায় ঘোষনার আগে আসামী রাসেল জামিনে বেরিয়ে এসে দেশের বিভিন্ন স্থানে আতগোপন করে থাকে।
তিনি আরো জানান, গ্রেপ্তারকৃত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী কুখ্যাত চোরকারবারী রাসেলকে সাতক্ষীরা সদর থানায় হস্তান্তর করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সাতক্ষীরায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী রাসেল গ্রেপ্তার https://corporatesangbad.com/90992/ |