স্পোর্টস ডেস্ক : যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান বলেছেন, দ্বিতীয় ধাপে উপজেলা পর্যায়ে ১৮৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলমান রয়েছে।
মঙ্গলবার (১১ জুন) সংসদে সরকারি দলের সদস্য মো. মোস্তফা আলমের টেবিলে উত্থাপিত তারকা চিহ্নিত এক প্রশ্নের জবাবে বলেন, 'দেশের প্রতিটি উপজেলায় একটি করে শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা সরকারের রয়েছে।
পরিকল্পনা অনুযায়ী ২০১৯ সালের জুন মাসে প্রথম পর্যায়ের প্রকল্পের আওতায় 'উপজেলা পর্যায়ের মিনি স্টেডিয়াম নির্মাণ'-এর আওতায় ১২৫টি উপজেলায় মিনি স্টেডিয়ামের নির্মাণ কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। প্রকল্পের আওতায় দ্বিতীয় পর্যায়ের নির্মাণকাজ এখন ১৮৬টি উপজেলায় চলছে।'
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
১৮৬টি শেখ রাসেল মিনি স্টেডিয়াম নির্মাণের কাজ চলছে https://corporatesangbad.com/89743/ |