মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের সিংগাইরে সায়েস্তা ইউনিয়নের লক্ষীপুর গ্রামে সাপের কামড়ে মিনুয়ারা (৫৫) নামের এক নারীর মৃত্যু হয়েছে।
নিহত নারী ওই গ্রামের মো.দুদু ফকিরের স্ত্রী এবং ২ পুত্র সস্তানের জননী।
নিহত'র পারিবারিক সূত্র জানায়, সোমবার (১০ জুন) ভোর ৫ টার দিকে মিনুয়ারা বাড়ির দক্ষিণ পাশে বেগুন খেত থেকে বেগুন আনতে যায়। এ সময় বিষাক্ত সাপ তাকে কামড় দেয়। পরে পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখান থেকে ঢাকায় রেফার করে।
নিহত'র পুত্র সোহান জানায়, ঢাকা নেয়ার পথে হেমায়েতপুরে তার মায়ের মৃত্যু ঘটে। পরিবারে চলছে শোকের মাতম ।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
সিংগাইরে সাপের কামড়ে নারীর মৃত্যু https://corporatesangbad.com/89480/ |