কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সন্ত্রাসীদের গুলিতে ৩ রোহিঙ্গা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও তিনজন। তাদেরকে কক্সবাজার সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
সোমবার (১০ জুন) ভোররাতে উখিয়ার ৪ নম্বর (এক্সটেনশন) রোহিঙ্গা ক্যাম্পের এফ ব্লকে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ওই ক্যাম্পের এফ ব্লকের জাফর আহম্মদের ছেলে মো. ইলিয়াছ (৩১), মৃত আব্দুর রকিমের ছেলে মো. ইছহাক (৫৪) ও ক্যাম্প-৩-এর ই ব্লকের মো. ইসমাইলের ছেলে ফিরোজ খাঁন (১৮)।
এ ঘটনায় আহতরা হলেন- এফ ব্লকের হাছনের ছেলে আব্দুল হক (৩২), নজির আহাম্মদের ছেলে আব্দুস শুক্কুর (৫৫) ও মৃত ওমর মিয়ার ছেলে আব্দুল মোনাফ (৬০)।
উখিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামীম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আধিপত্য বিস্তারের জেরে এই ঘটনা ঘটেছে। এই ঘটনায় আরও তিনজন গুরুতর আহত হয়েছে। তাদেরকেও হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এই ঘটনার সঙ্গে কারা জড়িত তাদের খুঁজে বের করতে কাজ করছে পুলিশ।
ক্যাম্পের রোহিঙ্গারা জানায়, ভোররাত পৌনে চারটার দিকে একদল সশস্ত্র রোহিঙ্গা সন্ত্রাসী হামলায় চালায়। এ সময় তাদের গুলিতে ঘটনাস্থলে মারা যায় ইলিয়াছ। পরে হাসপাতালে নেয়ার পথে ইছহাক ও ফিরোজ নামে আরও দুই রোহিঙ্গার মৃত্যু হয়।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
উখিয়ায় ক্যাম্পে সন্ত্রাসীদের গুলিতে ৩ রোহিঙ্গা নিহত https://corporatesangbad.com/89458/ |