সূচকের বড় পতনে লেনদেন শেষ

Posted on June 10, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার (১০ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯১টি কো¤পানির ৯ কোটি ৯৭ লক্ষ ৬৬ হাজার ১৮৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩১৮ কোটি ৭৮ লক্ষ ৫২ হাজার ৫৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬৫.৬৭ পয়েন্ট কমে ৫১০৫.৮৯ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২৩.৬৭ পয়েন্ট কমে ১৮১১.৭৯ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৭.১৭ পয়েন্ট কমে ১১০৩.৬৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কো¤পানির মধ্যে দাম বেড়েছে ২৬টির, কমেছে ৩৪২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কো¤পানি হলো:- ওরিয়ন ফার্মা তৌফিকা ফুড, সেন্ট্রাল ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটোরিজ, ফরচুন সুজ, সী পার্ল বীচ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, স্কয়ার ফার্মা, বেস্ট হোল্ডিংস ও ব্র্যাক ব্যাংক ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- সানলাইফ ইন্স্যুরেন্স, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, সেন্ট্রাল ফার্মা, এটলাস বিডি, জেএমআই হসপিটাল, ইউনিলিভার, মার্কেন্টাইল ব্যাংক, ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, উত্তরা ব্যাংক ও বার্জার পেইন্টস।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কো¤পানি হলো:- কে এন্ড কিউ, সোনালী পেপার, জেএমআই সিরিঞ্জ, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., উছমনিয় গ্লাস, আনোয়ার গ্যালভানাইজিং, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক ও একমী পেসটিসাইড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৩৩৮২৪৮২৪৬২৯৬.০০