বগুড়ায় পিকনিকে গিয়ে বিদ্যুৎস্পর্শে স্কুলছাত্রের মৃত্যু

Posted on June 9, 2024

বগুড়া প্রতিনিধি: বগুড়ার কাহালুতে পিকনিকে গিয়ে বিদ্যুৎস্পর্শে কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র মোঃ ফাহাদ (১৫) মারা গেছে।

গত শনিবার রাত সাড়ে ১১ টার দিকে কাহালু-মালঞ্চ সড়কের পাশে সিন্দুরাইল এলকায় নবনির্মিত একটি ভবনে পিকনিকের খাওয়া-দাওয়া শেষে এই ঘটনা ঘটে।

জানা গেছে, সাউন্ড বক্সের দেওয়া বৈদ্যুতিক সংযোগের তার খুলতে গিয়ে ফাহাদ তারের সাথে আটকে যায়। পরে বৈদ্যুতিক সংযোগ বন্ধ করে ফাহাদকে উদ্ধার করে প্রথমে কাহালু ও পরে বগুড়া মেডিক্যালে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্য ঘোষনা করেন।

ফাহাদ সিন্দুরাইল গ্রামের এরশাদুলের পুত্র এবং কাহালু সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্র।

আরও পড়ুন:

বগুড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার