বগুড়ায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

Posted on June 9, 2024

বগুড়া প্রতিনিধি: বগুড়ায় অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার সকাল ৮টার দিকে সদর উপজেলার দ্বিতীয় বাইপাস সড়কের সাবগ্রাম কুরশা এলাকায় একটি কালভার্টের নিচে পানির ভিতর থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহতের আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছরের মধ্যে। তার পরনে গেঞ্জি ছাড়া আর কিছুই ছিল না। এ রিপোর্ট লেখা পর্যন্ত মরদেহটির পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

পুলিশের এই কর্মকর্তা জানান, সকালে কুরশা এলাকায় একটি কালভার্টের নিচে পানিতে এক যুবকের মরদেহ দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দিলে যেয়ে মরদেহ উদ্ধার করা হয়। প্রাথমিক অবস্থায় ওই যুবকের শরীরে আঘাতের চিহ্ন দেখা যায় নি। এছাড়া মরদেহটির পরিচয়ও ওই এলাকার মানুষ বলতে পারেনি।

তিনি আরও জানান, ধারণা করা হচ্ছে অন্য কোথায় তাকে হত্যা করে মরদেহ কালভার্টের নিচে ফেলে রেখে গেছে দুর্বৃত্তরা। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আর পরিচয় নিশ্চিত করতে পুলিশের টিম কাজ করছে।