সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী দুই শিক্ষক সহোদর ভাই দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ মাহাতো পাঠদানের সময় শ্রেণিকক্ষে ঘুমিয়ে পড়েন। তাদের এ সমস্যা দীর্ঘদিনের। এতে ছাত্রছাত্রীর পড়ালেখা চরমভাবে ব্যাহত হচ্ছে।
রবিবার (৯ জুন) ঐ বিদ্যালয়ের আরেকজন সহকারী শিক্ষক সুশীল কুমার মাহাতো শ্রেণিকক্ষে ঘুমাতে নিষেধ করেন। তাতেই দুই শিক্ষক সহদর ভাই দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ মাহাতো মিলে বেধরক পেটান শিক্ষক সুশীল কুমার মাহাতোকে।
এদিকে বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নৃপেন্দ্রনাথ মাহাতো মারধরের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমি দেবেন্দ্র কুমার মাহাতোকে সুশীল কুমার মাহাতোর সার্টের কলার চেপে ধরে থাকতে দেখি। সেসময় দেবেন্দ্র কুমার মাহাতোর ভাই বিশ্বনাথ মাহাতো সুশীল কুমার মাহাতোকে কিলঘুষি ও লাথি মারতে থাকেন।
অপরদিকে শিক্ষক সুশীল কুমার মাহাতো বলেন, ১৯৮৯ সালে বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রতিষ্ঠিত। দেবেন্দ্র কুমার মাহাতো সহকারী শিক্ষক হিসাবে রয়েছেন প্রতিষ্ঠাকালীন সময় থেকে। বিশ্বনাথ মাহাতো রয়েছেন ২০১৬ সাল থেকে। বিদ্যালয়ে যোগদানের পর থেকে দুই ভাই শ্রেণিকক্ষে ঘুমান। এতে বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন বাধাগ্রস্থ হচ্ছে। এ নিয়ে বিগত বছরগুলোয় বেশ কয়েকবার বিদ্যালয় কর্তৃক উপজেলা শিক্ষা অফিস বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।
বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সত্যবতী, অনুরাধা, চৈতি ও দিপান্তর বলেন, আমরা পড়া দেওয়ার জন্য টেবিলের সামনে দাড়িয়ে থাকি। তখনও স্যার ঘুমান! বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রবীণ কুমার মাহাতো বলেন, শিক্ষক হয়ে আরেকজন শিক্ষকের গায়ে হাত তোলা উচিত হয়নি।
সহোদর ভাইয়ের এহেন আচরণে ক্লাস করা বাদ দিয়ে অধিকাংশ শিক্ষার্থী ভয়ে বিদ্যালয় থেকে বাড়িতে চলে যায়। বিষমডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী দুই শিক্ষক সহদর ভাই দেবেন্দ্র কুমার মাহাতো ও বিশ্বনাথ মাহাতো বলেন, আমরা বিশেষজ্ঞ চিকিৎসককে দেখিয়েছি। নিয়মিত ওষুধ খাচ্ছি।
আগের থেকে ঘুম একটু কমেছে। মারধরের বিষয়ে বিশ্বনাথ মাহাতো বলেন, আমার ভাই দেবেন্দ্র কুমার মাহাতো টেবিলে মাথা রেখে ঘুমিয়ে পড়েন। সহকারী শিক্ষক সুশীল কুমার মাহাতো মোবাইল ফোনে সেই ছবি তোলেন। এতে আমার রাগ হয়। পরে উভয়ের মধ্যে তর্কের এক পর্যায়ে মারধরের ঘটনা ঘটে। জানা গেছে, মারধরের শিকার সহকারী শিক্ষক সুশীল কুমার মাহাতো বুকের বাম পাশে গুরুতর আঘাত পেয়েছেন।
তিনি তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসাসেবা নিয়েছেন। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মুসাব্বির হোসেন খান বলেন, সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনিরুজ্জামানকে ঘটনাস্থলে পাঠানো হয়েছিলো। মারধরের শিকার সহকারী শিক্ষক সুশীল কুমার মাহাতোকে আইনী ব্যবস্থা গ্রহন করার পরামর্শ দেওয়া হয়েছে। আমাদেরও তদন্ত কমিটি হবে। পরে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।
এ প্রসঙ্গে তাড়াশ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, মৌখিকভাবে মারধরের বিষয়ে জেনেছি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শ্রেণিকক্ষে ঘুমানোর প্রতিবাদ করায় শিক্ষককে মারধর করলেন আরেক শিক্ষক https://corporatesangbad.com/89292/ |