কর্পোরেট ডেস্ক: লিড ব্যাংক হিসেবে দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি’র আয়োজনে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) এর সহযোগিতায় শনিবার (৮ জুন) সিরাজগঞ্জ জেলার সকল তফসিলি ব্যাংকের কর্মকর্তাদের জন্য মানিলন্ডারিং ও সন্ত্রাসে অর্থায়ন প্রতিরোধ’ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইমতিয়াজ আহমদ মাসুম, পরিচালক, বিএফআইইউ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোক্তার হোসেন, অতিরিক্ত পরিচালক, বিএফআইইউ। কর্মশালায় সভাপতিত্ব করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও ক্যামেলকো শামসুদ্দিন চৌধুরী। স্বাগত বক্তব্য প্রদান করেন দি প্রিমিয়ার ব্যাংক পিএলসি এর ডেপুটি ক্যামেলকো এবং মানিলন্ডারিং প্রতিরোধ বিভাগের প্রধান মো: সাইফুল ইসলাম।
বর্ণাঢ্য আয়োজনের দিনব্যাপি এ কর্মশালায় সিরাজগঞ্জ জেলায় কর্মরত বিভিন্ন ব্যাংকের ৮৪ জন কর্মকর্তা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহন করেন।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
লিড ব্যাংক হিসেবে সিরাজগঞ্জে প্রিমিয়ার ব্যাংকের প্রশিক্ষণ কর্মশালা আয়োজন https://corporatesangbad.com/89263/ |