সূচকের বড় পতনে লেনদেন শেষ

Posted on June 9, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (৯ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯২টি কোম্পানির ১০ কোটি ৭৪ লক্ষ ৬৫ হাজার ১২৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৫৭ কোটি ৯০ লক্ষ ২১ হাজার ৮৬৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬৫.৭৬ পয়েন্ট কমে ৫১৭১.৫৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২২.৫২ পয়েন্ট কমে ১৮৩৫.৪৬ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.৯৪ পয়েন্ট কমে ১১২০.৮৩ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩৩টির, কমেছে ৩৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- তৌফিকা ফুড, ফরচুন সুজ, এশিয়াটিক ল্যাবরেটোরিজ, ইউনিলিভার, সেন্ট্রাল ফার্মা, ই-জেনারেশন, স্কয়ার ফার্মা, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ওরিয়ন ফার্মা ও বিএটিবিসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ভিএফএস থ্রেড, সেন্ট্রাল ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, এনভয় টেক্সটাইল, এমএল ডাইং, জেমিনী সী ফুড, মার্কেন্টাইল ইসলামি ইন্স্যুরেন্স, ওয়ান ব্যাংক, আইসিবি অগ্রনী ব্যাংক মি. ফা. ও মিডল্যান্ড ব্যাংক।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইস্কয়ার নিট, ন্যাশনাল পলিমার, প্যাসিফিক ডেনিমস, আল-হাজ¦ টেক্সটাইল, ইসলামি ইন্স্যুরেন্স, এডভেন্ট ফার্মা, ইউনিক হোটেল, কোহিনূর কেমিক্যাল, সোনালী লাইফ ইন্স্যুরেন্স ও কনফিডেন্স সিমেন্ট।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৩৯০৯৮৫৬০১৩৩১.০০।