গাজীপুর প্রতিনিধি : স্মার্ট ভূমি সেবার অঙ্গীকার নিয়ে গাজীপুরে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
শনিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয়। শোভা যাত্রাটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে ভাওয়াল সম্মেলন কক্ষে জেলা প্রশাসক আবুল ফাতে মোহাম্মদ সফিকুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার ( ভুমি) তামান্না রহমান।
এতে আরও বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা হাতেম আলী , গাজীপুর সরকারী মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল বারী, শিক্ষাবিদ মুকুল কুমার মল্লিক। এর আগে বেলুন উড়িয়ে ভূমি সেবা সপ্তাহ উদ্বোধন করেন জেলা প্রশাসক।
এছাড়া স্মার্ট ভূমি সেবার উপরে নাট মন্দিরে বিশেষ সেমিনারের আয়োজন করা হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
গাজীপুরে নানা আয়োজনে শুরু হলো ভূমি সেবা সপ্তাহ https://corporatesangbad.com/89011/ |