তিমির বনিক, স্টাফ রিপোর্টার: মৌলভীবাজার এক, দুই ও তিন নং ওয়ার্ডের পৌরসভার সবেক মহিলা কমিশনার দিলারা রহমানের বাসা থেকে গাড়ি চালক জগলু মিয়া (২৫)-র মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (৫ই জুন) পৌর শহরের এক নং ওয়ার্ডের সৈয়ারপুর এলাকার মাঝেরহাটি রোডের সাবেক কাউন্সিলর দিলারার নিজ বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার করা হয়।
জগলু মিয়া মৌলভীবাজার সদর উপজেলার সাত নং চাঁদনীঘাট ইউনিয়নের বর্শিজোড়া এলাকার মো. মোছাব্বির মিয়ার ছেলে বলে জানিয়েছেন স্থানীয় সূত্র মতে।
মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, সাবেক কাউন্সিলর দিলারা রহমানের বাসার তিনতলার জেনারেটরের পাশের রুমে গাড়ি চালক জগলু থাকতো। ভোরে বিদ্যুৎ চলে গেলে তাকে অনেক ডাকাডাকি করেও তার কোন সাড়াশব্দ না পেয়ে তারা ফায়ার সার্ভিস ও পুলিশকে খবর দেন। পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙ্গে ভিতর থেকে তার মরদেহ উদ্ধার করে।
ওসি নজরুল ইসলাম জানান, এটা হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে। এজন্য ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
কাউন্সিলরের বাসা থেকে গাড়িচালকের মরদেহ উদ্ধার https://corporatesangbad.com/88817/ |