সূচকের উত্থানে লেনদেন শেষ

Posted on June 6, 2024

পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যিদিবস বৃহস্পতিবার (৬ জুন) মূল্য সূচকের উত্থানের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। এদিন ডিএসইতে গতদিনের তুলনায় লেনদেনের পরিমাণ বেড়েছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ১৪ কোটি ১৩ লক্ষ ২৬ হাজার ৮১১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৪২ কোটি ৬০ লক্ষ ৪৫ হাজার ৪৫৬ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১২.৯৬ পয়েন্ট বেড়ে ৫২৩৭.৩২ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৩.৬০ পয়েন্ট বেড়ে ১৮৫৭.৯৮ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১.২৪ পয়েন্ট বেড়ে ১১৩৬.৭৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃতকোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৫২টির, কমেছে ১৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৭৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বিএটিবিসি, মেঘনা পেট্রোলিয়াম, ইউনিলিভার কনজিউমার, তৌফিকা ফুড, ফরচুন সুজ, কপারটেক, ওরিয়ন ফার্মা, সী পার্ল বীচ, রূপালী লাইফ ইন্স্যুরেন্স ও এশিয়াটিক ল্যাবরেটোরিজ।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- অ্যাপেক্স ফুটওয়্যার, সি এন্ড এ টেক্সটাইল, ফরচুন সুজ, এমারেল্ড অয়েল, বীকন ফার্মা, তৌফিকা ফুড, আইটিসি, অ্যাপেক্স ফুড, অ্যাপক্স ট্যানারী ও সিএপিএম বিডিবিএল মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বে-লিজিং, খান ব্রাদার্স পিপি, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, স্যান্ডার্ড সিরামিক, সিকদার ইন্স্যুরেন্স, ঢাকা ব্যাংক, প্রগতী ইন্স্যুরেন্স, আরএসআরএম, স্টীল, এটলাস বাংলাদেশ ও আরামিট সিমেন্ট।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৬৪৭৭৯০৯৪৪৫০.০০।