সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: জাল টাকা রাখার দায়ে সাইফুল ইসলাম নামে এক যুবককে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থ দণ্ড অনাদায়ে আরও তিন মাসের বিনাশ্রমে কারাদণ্ডাদেশ দেওয়া হয়।
বুধবার (৫ জুন) দুপুরে সিরাজগঞ্জের যুগ্ম দায়রা জজ ১ম আদালতের বিচারক সুপ্রিয়া রহমান এই কারাদণ্ডের আদেশ দেন।
দণ্ডাদেশপ্রাপ্ত মো. সাইফুল ইসলাম তাড়াশ উপজেলার মহেষ রোহারী গ্রামের হাসান ফকিরের ছেলে।
আদালতের সহকারী কৌসুলি (এপিপি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
ঘটনার বিবরণে জানা যায়, ২০১৭ সালের ৩০ ডিসেম্বর রাতে র্যাব-১২-এর সদস্যরা তাড়াশ থানা ও তার আশপাশ এলাকায় ডিউটি করছিল। এ সময় তাঁদের কাছে খবর আসে তাড়াশ থানার মহেশ রোহারী গ্রামে মো. সাইফুল ইসলামের বাড়িতে নেশা জাতীয় ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় হচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালান র্যাব সদস্যরা। র্যাবের উপস্থিতি টের পেয়ে সাইফুল ইসলাম ও তাঁর সহযোগীরা পালানোর চেষ্টা করলে মো. সাইফুল ইসলামকে আটক করা হয়। তাঁর শরীর তল্লাশি করে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট, ইয়াবা বিক্রির নগদ ৫৭ হাজার ৭৩০ টাকা এবং ৮ হাজার ৩০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়। পরে এ ঘটনায় মামলা করা হয়।
মামলা চলাকালে সাত সাক্ষীর সাক্ষ্যগ্রহণ করেন আদালত। অভিযোগ প্রমাণিত হওয়ায় আজ আসামি সাইফুল ইসলামকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ দেন আদালত।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
জাল টাকা রাখায় যুবকের ১৪ বছরের কারাদণ্ড https://corporatesangbad.com/88663/ |