সাব্বির মির্জা, তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর ও নসিমনের সংঘর্ষে মো. তোজাম্মেল হক (৩৬) নামে এক কৃষক নিহত হয়েছেন।
বুধবার (৫ জুন) সকাল ৮ টার সময় উপজেলার তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কের মানিকচাপর এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। নিহত তোজাম্মেল হক উপজেলার তালম ইউনিয়নের উপরসিলেট গ্রামের মৃত সেরাজুল ইসলামের ছেলে।
বিষয়টি নিশ্চিত করেছেন, তালম ইউপি চেয়ারম্যান মো. আব্দুল খালেক, তিনি বলেন সকাল ৮ টার সময় জমি চাষ করে ট্রাক্টর নিয়ে তোজাম্মেল হক তাড়াশ-রানীরহাট আঞ্চলিক সড়কে ওঠার সময় তাড়াশ থেকে আসার খড়বোঝাই নসিমনের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থালে ট্রাকচালক তোজাম্মেল হক মারাজান। পরে নসিমনে থাকা তিনজনকে আটক করেছে এলাকাবাসী।
তাড়াশ থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, দুর্ঘটনার বিষয়টি জেনেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
তাড়াশে ট্রাক্টর-নছিমন সংঘর্ষে কৃষকের মৃত্যু https://corporatesangbad.com/88444/ |