উত্থানে শুরু পতনে শেষ শেয়ারবাজার

Posted on June 2, 2024

পুঁজিবাজার ডেস্ক ; সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২ জুন) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯১টি কোম্পানির ১২ কোটি ১ লক্ষ ৮৮ হাজার ৩৮৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৪৯ কোটি ৪৯ লক্ষ ৬৭ হাজার ৯৫৪ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ১৮.৩০ পয়েন্ট কমে ৫২৩৩.৬৭ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৭.৭৯ পয়েন্ট কমে ১৮৬৭.০৫ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.৪৪ পয়েন্ট কমে ১১৩৭.২৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৪টির, কমেছে ২১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- বীচ হ্যাচারী, এশিয়াটিক ল্যাবরেটোরিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, গোল্ডেন সন, ফার ইস্ট নিটিং, সেন্ট্রার ফার্মা ও রূপালী লাইফ ইন্স্যুরেন্স।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গ্লোবাল হেভী কেমিক্যালস, সেন্ট্রাল ফার্মা, মেঘনা সিমেন্ট, ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, ইভিন্স টেক্সটাইল, বীচ হ্যাচারী, ফার ইস্ট নিটিং, অলিম্পিক এক্সেসোরিজ ও কপারটেক ইন্ডস্ট্রিজ।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- হামী ইন্ডাস্ট্রিজ, খান ব্রাদার্স পিপি, কোহিনূর কেমিক্যাল, খুলনা প্রিন্টিং, ওরিয়ন ইনফিউশন, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মি. ফা., বীকন ফার্মা, আইডিএলসি, হাক্কানী পাল্প ও এশিয়াটিক ল্যাবরেটোরিজ।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৭৮৯৮২২০০৬২৮.০০।