শেরপুরে ধর্ষকের শাস্তির দাবীতে মানববন্ধন

Posted on June 2, 2024

আল আমিন, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতীতে এক গারো আদিবাসী শিশুকে ধর্ষণের ঘটনায় ধর্ষক ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন করেছে আদিবাসীরা।

রবিবার (২ জুন) সকাল ১১টার দিকে উপজেলার মরিয়মনগর এলাকা থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঝিনাইগাতী-রাংটিয়া সড়কের উপজেলা পরিষদের সামনে এসে এক মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস), জন উদ্যোগ, এইচআরডি, টিডব্লিউএ ঝিনাইগাতী, আদিবাসী যুব ফোরাম, বাংলাদেশ আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদ, বিএমডব্লিউ, গারো স্টুডেন্ট ইউনিয়ন (গাসু), পিলাচ এর ব্যানারে এসব কর্মসূচির আয়োজন করা হয়।

মানববন্ধনে সভাপতিত্ব করেন বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) ঝিনাইগাতী উপজেলা শাখার সভাপতি সৌহার্দ্য চিরান। এতে বক্তব্য দেন ট্রাইবাল ওয়েলফেয়ার এসোসিয়েশন (টিডব্লিউএ) ঝিনাইগাতীর চেয়ারম্যান মি. নবেশ খকশি, টিডব্লিউএ শ্রীবরদীর চেয়ারম্যান প্রাঞ্জল সংমা, বাংলাদেশ গারো ছাত্র সংগঠন (বাগাছাস) এর কেন্দ্রীয় কমিটির সেক্রেটারী অলিক সাংমা, জনউদ্যোগ শেরপুর শাখার সদস্য সুমন্ত বর্মণ প্রমুখ।

বক্তারা দ্রুত সময়ের মধ্যে ধর্ষক ফাহিমের দৃষ্টান্তমূলক শাস্তি না দিলে কঠোর আন্দোলন কর্মসূচি দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য, গত মঙ্গলবার (২৮ মে) দুপুরে ঝিনাইগাতী উপজেলার কাংশা ইউনিয়নের উত্তর গান্ধিগাঁও গ্রামে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া আদিবাসী এক কন্যা শিশুকে ধর্ষণের ঘটনা ঘটে। এ ঘটনার অভিযোগে ওই দিনই ফাহিম (১৩) নামে এক কিশোরকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার ফাহিম কাংশা ইউনিয়নের হালচাটি গ্রামের এরশাদ আলীর ছেলে।