কর্পোরেট ডেস্ক : অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিব মো. আব্দুর রহমান খানকে শুভেচ্ছা জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জ পিএলসি। গত ৩০ মে ডিএসই’র ভারপ্রাপ্ত ব্যবস্থাপনা পরিচালক সাত্বিক আহমেদ শাহ এ শুভেচ্ছা জানান।
এ সময় তার সাথে ছিলেন ডিএসই’র জেনারেল ম্যানেজার মোঃ ছামিউল ইসলাম৷ তারা নবনিযুক্ত সচিব মহোদয়কে পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি ও ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন৷ এ ছাড়াও গত ৯ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পুঁজিবাজারে ভালো শেয়ারের সরবরাহ বাড়িয়ে দেশের শেয়ারবাজারকে আরো শক্তিশালী করতে সম্ভাবনাময় রাষ্ট্রীয় মালিকানাধীন সরকারি সংস্থা ও সরকারি কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্ত করার কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য নির্দেশ দিয়েছেন।
মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা পুঁজিবাজারের জন্য অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী৷ ডিএসই’র পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশনা বাস্তবায়নে অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে সবধরনের সহযোগিতার জন্য প্রস্তুত ঢাকা স্টক এক্সচেঞ্জ৷
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
আর্থিক প্রতিষ্ঠান বিভাগের নবনিযুক্ত সচিবকে ডিএসই’র শুভেচ্ছা https://corporatesangbad.com/87861/ |