ব্রহ্মপুত্র নদ ড্রেজিং করবে মীর আখতার

Posted on June 2, 2024

পুঁজিবাজার ডেস্ক : পুঁজিবাজারে তালিকাভুক্ত মীর আখতার হোসেন লিমিটেড ব্রহ্মপুত্র নদ ড্রেজিংয়ের সরকারি কাজ পেয়েছে। কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের সাথে যৌথভাবে কোম্পানিটি ৮২ কোটি ৬৭ লাখ ৩১ হাজার ৯০০ টাকার কাজ করবে। ঢাকা স্টক একচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) অধীনে পুরাতন ব্রহ্মপুত্র নদের ড্রেজিংয়ের (প্যাকেজ-৩, লট-৪) পূর্ত কাজ প্রকল্পের আওতায় ‘পুরাতন ব্রহ্মপুত্র, ধরলা, তুলাই এবং পুনর্ভবা নদীর নাব্য উন্নয়ন ও পুনরুদ্ধার’ প্রকল্পের ড্রেজিং করা হবে। সম্প্রতি দরপত্র দাখিল করে এ প্রকল্পের কাজ পেয়েছে মীর আখতার হোসেন লিমিটেড। ৩২ মাস মেয়াদী এ প্রকল্পের জন্য গত ১৪ মে চুক্তি স্বাক্ষর হয়েছে।

উল্লেখ্য, কোম্পানিটির সাথে যৌথভাবে কাজ পাওয়া কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ৫১ শতাংশ মালিকানা পুঁজিবাজারে তালিকাভুক্ত মীর আখতার হোসেন লিমিটেড।