দর পতনের শীর্ষে বাটা সু

Posted on May 30, 2024

পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ মে) লেনদেনে অংশ নেওয়া ৩৮৯টি কোম্পানির মধ্যে দর কমেছে ১২৬টি শেয়ার এবং ইউনিটের। আর এদিন দর পতনের তালিকায় শীর্ষে উঠে আসে ট্যানারি খাতের বাটা সু লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

ডিএসইর তথ্য অনুযায়ী, কোম্পানিটির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২.৯৯ শতাংশ বা ৩ টাকা ১০ পয়সা কমে সর্বশেষ দর দাঁড়ায় ৯৩৯ টাকা ৯০ পয়সা। এদিন কোম্পানিটির এক হাজার ১০০ শেয়ার ৪৪ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ১০ লাখ ৬০ হাজার টাকা। এদিন শেয়ারটির দর ৯৩৯ টাকা ৯০ পয়সা থেকে ৯৭৫ টাকায় উঠানামা করে।

দর কমার তালিকায় দ্বিতীয়স্থানে উঠে আসা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড। কোম্পানির শেয়ারদর আগের দিনের তুলনায় ২.৯৬ শতাংশ কমে ১৬৩.৪০ টাকায় দাঁড়িয়েছে। এদিন কোম্পানিটি ২ হাজার ৬২৭ টি শেয়ার ১১ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা।

তৃতীয় স্থানে জায়গা করে নেওয়া ই-জেনারেশন লিমিটেডের ২.৯৪ শতাংশ দাম কমে ৩৯ টাকা ৬০ পয়সায় দাঁড়িয়েছে। এদিন কোম্পানিটি ২১ লাখ ৩৯ হাজার ৬৫০ টি শেয়ার ২ হাজার ২৬ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৮ কোাটি ৫০ লাখ ৬০ হাজার টাকা। এদিন শেয়ারটির দর ৩৯ টাকা ৬০ পয়সা থেকে ৪১ টাকা ২০ পয়সায় উঠানামা করে।

এছাড়া দরপতনে শীর্ষে উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লিগ্যাসি ফুটওয়্যার লিমিটেডের ২.৯৩ শতাংশ, জুট স্পিনার্স লিমিটেডের ২.৯২ শতাংশ, প্রাইম ব্যাংক ফাস্ট আইসিবি এএমসিএল মিউচুয়্যল ফান্ডের ২.৮৯ শতাংশ, এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের ২.৮৩ শতাংশ, যমুনা ব্যাংক পিএলসির ২.৮২ শতাংশ, গোল্ডেন জুবলী ফাস্ট মিউচুয়্যল ফান্ডের ২.৭৯ শতাংশ এবং এনআরবি ব্যাংকের ২.৭৭ শতাংশ দরপতন হয়েছে।