‘বেস্ট ক্লাইমেট ফোকাস ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট’ স্বীকৃতি পেলো আইপিডিসি

Posted on May 30, 2024

কর্পোরেট ডেস্ক :আইপিডিসি ফাইন্যান্স ‘বেস্ট ক্লাইমেট ফোকাস ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউট’ স্বীকৃতি অর্জন করেছে। জলবায়ু পরিবর্তন মোকাবিলা এবং আর্থিক খাতে গ্রিন ইনিশিয়েটিভ এর চর্চার প্রতি গুরুত্বারোপের মধ্য দিয়ে আইপিডিসি এই পুরস্কার অর্জন করে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অফ এনার্জি বিভাগ এবং গ্রিনটেক ফাউন্ডেশন বাংলাদেশ এই স্বীকৃতি প্রদান করে যেখানে সহযোগিতায় ছিল ইউএসএইড এবং অন্যান্য সংগঠন। এই প্রাপ্তি পরিবেশগত দিকে টেকসই উন্নয়নের সাথে ব্যবসায়িক অপারেশন্স এবং ইনভেস্টমেন্ট পরিকল্পনাকে এক সুতোয় গাঁথতে আইপিডিসির প্রতিশ্রুতির প্রতিফলন।

গ্রিন ইনিশিয়েটিভ ও টেকসই আগামী নিশ্চিতকরণের সাথে যুক্ত বিভিন্ন উদ্যোগে আইপিডিসি সবসময়ই ব্যাপক উদ্দীপনার সাথে যুক্ত থেকেছে। গত দুই বছরে বাংলাদেশ ব্যাংকের সাস্টেইনেবল রেটিং-এ সেরা আর্থিক প্রতিষ্ঠানগুলোর কাতারে আইপিডিসি’র অবস্থান এই স্বীকৃতির মাধ্যমে প্রতিফলিত হয়েছে। এই স্বীকৃতি বাংলাদেশের জন্য টেকসই আগামী গড়ে তুলতে আইপিডিসি’র স্বতঃস্ফূর্ত ভূমিকাকে সুস্পষ্ট করে তুলে ধরেছে।