সূচকের উত্থানে লেনদেন শেষ

Posted on May 30, 2024

পুঁজিবাজার ডেস্ক: সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (৩০ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে বেড়েছে লেনদেন ও বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৯টি কোম্পানির ১২ কোটি ৮ লক্ষ ৯৭ হাজার ৬১৪টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩৭৪ কোটি ৪৮ লাখ ২৩ হাজার ৭৯৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২৩.৪৩ পয়েন্ট বেড়ে ৫২৫১.৯৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৪.৯০ পয়েন্ট বেড়ে ১৮৭৪.৮৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪.৭৪ পয়েন্ট বেড়ে ১১৪৩.৭০ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ২১৩টির, কমেছে ১২৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫০টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- রূপালি লাইফ ইন্সু:, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাব, আলিফ ইন্ডাস্ট্রিজ, বীচ্ হ্যাচারী, রিলায়েন্স ওয়ান মি. ফা., ই জেনারেশন, সোনালি পেপার ও গোল্ডেনসন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গ্লোবাল হেভী, সিএপিএম বিডিবিএল মি.ফা., ক্রিস্টাল ইন্সুঃ, ওয়াইম্যাক্স ইলেকট্রোড, সোনারগাও টেক্সটাইল, কপারটেক ইন্ডাঃ, মতিন স্পিনিং, জিকিউ বলপেন, লংকাবাংলা ফাইন্যান্স ও হাক্কানিপাল্প।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- বাটা সু, খান ব্রাদার্স পিপি, ই জেনারেশন,
লিগেসী ফুটওয়্যার, জুট স্পিনার্স, প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি মি. ফা., এশিয়াটিক ল্যাব, যমুনা ব্যাংক, গোল্ডেন জুবলি মি. ফা. ও এনআরবি ব্যাংক।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৮৯২২০৯২৬৮০৪.০০।