দর পতনের শীর্ষে সিভিও পেট্রোকেমিক্যাল

Posted on May 29, 2024

পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবসে লেনদেনে অংশ নেওয়া কোম্পানির মধ্যে ২৮৬টির শেয়ারদর কমেছে। এর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিভিও পেট্রোকেমিক্যাল রিফাইনারি পিএলসি। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, বুধবার (২৯ মে) ডিএসইতে সিভিও পেট্রোকেমিক্যালের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৪ টাকা বা ২ দশমিক ৯৯৮ শতাংশ কমেছে।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে অ্যাডভেন্ট ফার্মা। কোম্পানিটির শেয়ারদর আগের দিনের তুলনায় ৮০ পয়সা বা ২ দশমিক ৯৯৬ শতাংশ কমেছে। তালিকায় তৃতীয় স্থানে থাকা খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের শেয়ারদর কমেছে ৫ টাকা ২ পয়সা বা ২ দশমিক ৯৯৫ শতাংশ।

দরপতনের তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলো হলো- লিগাসি ফুটওয়ার লিমিটেড, নর্দান ইসলামি ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কোহিনূর ক্যামিকেলস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্স্যুরেন্স, এ্যাপেক্স ফুডস, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ।