সূচকের বড় পতন, কমেছে লেনদেন

Posted on May 29, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (২৯ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ১২ কোটি ৭৯ লক্ষ ৬১ হাজার ৫৭৫টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩০৬ কোটি ৬৭ লক্ষ ৪৯ হাজার ৬১৯ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫০.৩৫ পয়েন্ট কমে ৫২২৮.৫৩ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৬.৭৯ পয়েন্ট কমে ১৮৬৯.৯৪ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৩.৫৯ পয়েন্ট কমে ১১৩৮.৯৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৬৪টির, কমেছে ২৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৪৪টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- আলিফ ইন্ডাস্ট্রিজ, বীচ হ্যাচারী, ওরিয়ন ফার্মা, ওরিয়ন ইনফিউশন, তৗফিকা ফুডস, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, আইএফআইসি ব্যাংক, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সি পার্ল বীচ ও বেস্ট হোল্ডিংস।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গ্লোবাল হেভী কেমিক্যালস, ক্যাপিটেক গ্রামীন ব্যাংক গ্রোথ ফান্ড, সিএপিএম বিডিবিএল মি. ফা., সোনারগাঁ টেক্সটাইল, সিএপিএম আইবিবিএল মি. ফা., ভ্যানগার্ড এএমএল রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ড, লিন্ডে বিডি, আইএফআইএল ইসলামি মি. ফা., ইবনেসিনা ফার্মা ও ট্রাস্ট ইসলামি লাইফ ইন্স্যুরেন্স।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সিভিওপিআরএল, এডভেন্ট ফার্মা, খান ব্রাদার্স পিপি, লিগ্যাসী ফুটওয়্যার, নর্দার্ন ইসলামি ইন্স্যুরেন্স, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কোহিনূর কেমিক্যাল, ফারইস্ট ইসলামি ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুড ও আইসিবি।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৭৮৯০৮০৮১০১০.০০।