দর বৃদ্ধির শীর্ষে গ্লোবাল হেভি কেমিক্যালস

Posted on May 28, 2024

পুঁজিবাজার ডেস্ক : দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবসে অংশ নেওয়া কোম্পানির মধ্যে দর বৃদ্ধি পেয়েছে ৯২টি কোম্পানির। এতে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে গ্লোবাল হেভি কেমিক্যালস লিমিটেড। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, মঙ্গলবার (২৮ মে) গ্লোবাল হেভি কেমিক্যালসের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ২ টাকা ৩০ পয়সা বা ৯ দশমিক ৭০ শতাংশ বেড়েছে।। তাতে দর বৃদ্ধির শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।

দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে রয়েছে প্রাইম ব্যাংক ফার্স্ট আইসিবি এএমসিএল মিউচুয়াল ফান্ড। ফান্ডটির ইউনিটদর আগের দিনের তুলনায় বেড়েছে ৬০ পয়সা বা ৯ দশমিক ৬৭ শতাংশ। তালিকায় তৃতীয় স্থানে থাকা আইএফআইসি ব্যাংকের শেয়ারদর আগের দিনের তুলনায় ৭০ পয়সা বা ৭ দশমিক ৬০ শতাংশ বেড়েছে।

দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- আইসিবি এএমসিএল সেকেন্ড মিউচুয়াল ফান্ড, ফিনিক্স ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ড, ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড, আইসিবি এমপ্লয়িজ এমএফ ১: স্কিম ওয়ান, ঢাকা ব্যাংক এবং আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মিউচুয়াল ফান্ড।