সূচকের পতনে লেনদেন শেষ

Posted on May 28, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২৮ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৪টি কোম্পানির ১৭ কোটি ৬২ লক্ষ ৭৫ হাজার ৮৫১টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৪৪০ কোটি ৭২ লক্ষ ৪ হাজার ৯২৩ টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৩১.৬৩ পয়েন্ট কমে ৫২৭৮.৮৮ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৩.৯৩ পয়েন্ট কমে ১৮৮৬.৭৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৭.৬৩ পয়েন্ট কমে ১১৫২.৫৫ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৯২টির, কমেছে ২৬৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৭টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- আইএফআইসি ব্যাংক, ই- জেনারেশন, রিলায়েন্স ওয়ান মি. ফা., আলিফ ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, এশিয়াটিক ল্যাবরেটোরিজ, বীচ হ্যাচারী, ওরিয়ন ইনফিউশন, তৌফিকা ফুডস ও বিএটিবিসি।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- গ্লোবাল হেভী কেমিক্যালস, প্রাইম ব্যাংক ১ম আইসিবি এএমসিএল মি. ফা., আইএফআইসি ব্যাংক, আইসিবি এএমসিএল সেকেন্ড মি. ফা., ফনিক্স ফাইন্যান্স ১ম মি. ফা., এফবিএফআইএফ, আইসিবি এমপ্লয়িজ প্রভিডেন্ট মি. ফা. ১ স্কিম ১, ইবিএল ফার্স্ট মি. ফা., ঢাকা ব্যাংক ও আইসিবি এএমসিএল থার্ড এনআরবি মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, মোজাফ্ফর হোসেন স্পিনিং মিল, কোহিনূর কেমিক্যাল, আরামিট লি., এসোসিয়েটেড অক্সিজেন, জাহিন স্পিনিং, বীকন ফার্ম, সোনালী পেপার, আফতাব অটোস ও খান ব্রাদার্স পিপি।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫১২৮৪৮৩৬১০৬৮.০০।