পুঁজিবাজার ডেস্ক: পুঁজিবাজারে তালিকাভুক্ত ভ্রমণ ও অবসর খাতের কোম্পানি পেনিনসুলা চিটাগং লিমিটেডের দুই উদ্যোক্তা পরিচালক আয়েশা সুলতানা ও ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ৪৬ হাজার ও ৭০ হাজার শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন।। আজ ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে তিনি এ শেয়ার কেনার ঘোষণা দেন। বিদ্যমান বাজারদরে ৩০ কার্যদিবসের মধ্যে তারা এ শেয়ার কিনবেন।
২০১৪ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত পেনিনসুলা চিটাগংয়ের অনুমোদিত মূলধন ৩০০ কোটি টাকা। পরিশোধিত মূলধন ১১৮ কোটি ৬৬ লাখ ৭০হাজার টাকা। রিজার্ভে রয়েছে ১২৬ কোটি ৯৬ লাখ টাকা। কোম্পানির মোট শেয়ার সংখ্যা ১১ কোটি ৮৬ লাখ ৬৬ হাজার ৮০০টি। এর মধ্যে ৪৯ দশমিক ৮৩ শতাংশ শেয়ার রয়েছে উদ্যোক্তা পরিচালকদের হাতে, দশমিক ১৪ শতাংশ বিদেশি বিনিয়োগকারী হাতে রয়েছে এছাড়া ১২ দশমিক শূন্য ০৮ শতাংশ প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও বাকি ৩৭ দশমিক ৯৫ শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের হাতে রয়েছে।
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
শেয়ার কেনার ঘোষণা দিলেন পেনিনসুলা চিটাগংয়ের উদ্যোক্তা পরিচালক https://corporatesangbad.com/8687/ |