দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে না থাকলে মানুষ আন্দোলন করতো: কৃষিমন্ত্রী

Posted on May 27, 2024

কর্পোরেট সংবাদ ডেস্ক :কৃষিমন্ত্রী ড. মো. আব্দুস শহীদ বলেছেন, দেশে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রয়েছে, তা না হলে দেশের মানুষ আন্দোলন করতো। আজ সোমবার (২৭ মে) সচিবালয়ে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন কৃষিমন্ত্রী।

তিনি বলেন, দ্রব্যমূল্য পরিস্থিতি বর্তমানে সহনশীল অবস্থায় রয়েছে। রাস্তায় কোনো মিছিল মিটিং হচ্ছে না, মানুষ রাস্তায় নামছে না, দেশের মানুষ ভালো আছে।

মন্ত্রী বলেন, দেশে চালের কোনো ঘাটতি নেই। বর্তমানে দেশের বাজারে চালের দাম স্থিতিশীল আছে।

তিনি আরও বলেন, পেঁয়াজ আমদানি উন্মুক্ত রয়েছে। ভারতসহ বিভিন্ন দেশ থেকে পেঁয়াজ আমদানি স্বাভাবিক আছে। সামনে কোনো সমস্যা হবে না।

এর আগে দুপুরে সচিবালয়ে অনুষ্ঠিত আন্তমন্ত্রণালয় সভায় উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী মো. আব্দুস শহীদ, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার এবং বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু।