বিনিয়োগের আগে জেনে নিন ইসলামী ব্যাংক সম্পর্কে

Posted on May 27, 2024

জাহাঙ্গীর কবীর: বিনিয়োগের আগে সংশ্লিষ্ট কোম্পানির সার্বিক অবস্থা জেনে বিনিয়োগ করা প্রয়োজন। এই ক্ষেত্রে অবশ্যই জানতে হবে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভি) ও আনুপাতিক হার (পিই রেশিও)। একটি কোম্পানির পিই রেশিও যত কম হবে বিনিয়োগের জন্য কোম্পানিটি তত উত্তম। সাধারণত ৪০ পর্যন্ত পিই রেশিও স্বাভাবিক ধরা হয়। এর উপরে গেলে অবশ্যই সেটি ঝুঁকিপূর্ণ। পিই রেশিও থেকে আরো বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে নিট সম্পদমূল্য (এনএভি), এটা যত বেশি বিনিয়োগের জন্য ততই উত্তম।

ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে জানা যায় , ২০২৩ এর সমাপ্ত বছরে কোম্পানির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ২.৫৮ টাকা , ২০২২ সালে ছিল ৩.৮৩ টাকা, ২০২১ সালে ছিল ২. ৯৯ টাকা, ২০২০ সালে ছিল ২.৯৮ টাকা, ২০১৯ সালে ছিল ৩.৪০ টাকা ।

কোম্পানিটির গত ৫ বছরের শেয়ার প্রতি নিট সম্পদ (এনএভি) হয়েছে ২০২৩ সালে ৪৮ টাকা ৫১ পয়সা, ২০২২ সালে ৪৩ টাকা ২১ পয়সা, ২০২১ সালে ৪০ টাকা ৮২ পয়সা, ২০২০ সালে ৩৮ টাকা ৮৯ পয়সা, ২০১৯ সালে ৩৬ টাকা ৮৮ পয়সা ।

লভ্যাংশ সংক্রান্ত তথ্য পর্যবেক্ষণে দেখা যায়, বিগত ৫ বছরে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য ২০২৩ সালে ১০ শতাংশ নগদ, ২০২২ সালে ১০ শতাংশ নগদ , ২০২১ সালে ১০ শতাংশ নগদ , ২০২০ সালে ১০ শতাংশ নগদ , ২০১৯ সালে ১০ শতাংশ নগদ ।

পর্যবেক্ষণে দেখা যায়, কোম্পানিটি ২ হাজার কোটি টাকা মূলধন নিয়ে দেশের প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে ১৯৮৫ সালে তালিকভূক্ত হয়। কোম্পানির বর্তমান পরিশোধিত মূলধনের পরিমাণ ১৬০৯ কোটি ৯৯ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটির মোট শেয়ার ১৬০ কোটি ৯৯ লাখ ৯০ হাজার ৬৬৮ টি।

ডিএসই‘র তথ্য অনুযায়ী, ৩০ এপ্রিল ২০২৪ ইং তারিখে উদ্যোক্তা-পরিচালকের হাতে রয়েছে ৩৫.৮৯ শতাংশ শেয়ার, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে রয়েছে ৪২.৯৯ শতাংশ শেয়ার, বিদেশীদের হাতে রয়েছে ১২.৯৬ শতাংশ এবং পাবলিক শেয়ার হোল্ডারদের কাছে আছে ৮ .১৬ শতাংশ।

৩১ ডিসেম্বর ,২০২২ সমাপ্ত বছরে কোম্পানির শট টার্ম- লং টার্ম লোন নেই ,কিন্তু একই সময়ে রিজার্ভ অ্যান্ড সারপ্লাসে ছিল ৫৩৪৭ কোটি ১২ লাখ টাকা যার মধ্যে ৯০১ কোটি ৮০ লাখ ৫১ হাজার ৩২৯ টাকা রেভ্যুলেশন রিজার্ভ রয়েছে ।

গত বছরে কোম্পানিটির শেয়ার দর উঠানামা হয়েছে ৩২.৬০ টাকা থেকে ৩২ .৮০ টাকার মধ্যে । গতকাল সমাপনী দর ছিল ৩২.৬০ টাকা । আজকের ওপেনিং ছিল ৩২.৬০ টাকা এবং সর্বশেষ কোম্পানিটির সমাপনী দর ছিল ৩২.৬০ টাকা । ১৯৮৫ সালে পুঁজিবাজারে তালিকাভূক্ত হয়ে কোম্পানিটি বর্তমানে এ ক্যাটাগরিতে অবস্থান করছে।