সূচকের বড় পতনে লেনদেন শেষ

Posted on May 26, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার (২৬ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮২টি কোম্পানির ৯ কোটি ২৯ লক্ষ ৬৫ হাজার ৮০২টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৩২২ কোটি ৭৫ লক্ষ ৪১ হাজার ৩৪৫টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৬১.৫৫ পয়েন্ট কমে ৫২৫০.৮৫ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ১৮.৯৮ পয়েন্ট কমে ১৮৮৮.৭২ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৩.০৬ পয়েন্ট কমে ১১৪৬.৪৭ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৩১টির, কমেছে ৩২২টির এবং অপরিবর্তিত রয়েছে ২৯টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ফার্মা, বিএটিবিসি, তৌফিকা ফুডস, ইউনিলিভার, রিলায়েন্স ওয়ান মি. ফা., ওরিয়ন ইনফিউশন, বেস্ট হোল্ডিংস, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ, আলিফ ইন্ডাস্ট্রিজ ও স্কয়ার ফার্মা।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- শমরিতা হসপিটাল, তৌফিকা ফুডস, জেএমআই হসপিটাল, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স, অ্যাপেক্স ফুটওয়্যার, নিটল ইন্স্যুরেন্স, ট্রাস্ট ব্যাংক, ডেফোডিল কম্পিউটার ও ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মি. ফা. ওয়ান।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, ওয়েস্টার্ন মেরি শিপইয়ার্ড, জেমিনী সী ফুড, ওআইমেক্স ইলেক্ট্রোড, ইউনিলিভার, কোহিনূর কেমিক্যাল, হাওয়া ওয়েল টেক্সটাইল, তশরিফা ইন্ডাস্ট্রিজ, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স ও আইসিবি।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৪৭৩৭১২৩৭০২১২.০০।