ঘূর্ণিঝড় রিমাল: বঙ্গবন্ধু টানেল বন্ধ

Posted on May 26, 2024

নিজস্ব প্রতিবেদক: প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় রিমালের কারণে কর্ণফুলী নদীর নিচে বঙ্গবন্ধু টানেল সাময়িক বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। আজ রোববার (২৬ মে) দুপুরে এই তথ্য জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মহিববুর রহমান।

সচিবালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আন্তঃমন্ত্রণালয় দুর্যোগ ব্যবস্থাপনা সমন্বয় কমিটির সভা শেষে সাংবাদিকদের প্রতিমন্ত্রী জানান, আজ রোববার সন্ধ্যা থেকে আগামীকাল সোমবার (২৭ মে) সকাল পর্যন্ত বঙ্গবন্ধু টানেল বন্ধ থাকবে।

 দুর্যোগ মোকাবিলা এবং দুর্গত মানুষের পাশে থাকতে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়সহ সব মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের ছুটি বাতিল করা হয়েছে বলেও জানান মহিববুর রহমান।

তিনি বলেন, ‌‘সরকারি অফিসের পাশাপাশি সিটি করপোরেশন, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদেরও ছুটি বাতিল করা হয়েছে।’
 
এদিকে বঙ্গোপসাগরে অবস্থানরত ঘূর্ণিঝড় রেমাল শক্তি বাড়িয়ে ক্রমেই উপকূলের দিকে অগ্রসর হচ্ছে। এরই মধ্যে উপকূলীয় অঞ্চলে এর প্রভাবে ঝড়ো হাওয়াসহ বৃষ্টি হচ্ছে।