শ্রেষ্ঠ উদ্ভাবনী-উদ্যোগ পুরস্কার পেল বিএইচবিএফসি

Posted on May 23, 2024

কর্পোরেট ডেস্ক: শ্রেষ্ঠ উদ্ভাবনী-উদ্যোগের জন্য পৃরস্কৃত হয়েছে বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইনান্স কর্পোরেশন (বিএইচবিএফসি)। প্রতিষ্ঠানটির ‘স্মার্ট হোম লোন’ (এসএইচএল) শীর্ষক ডিজিটাল সেবার আওতায় ঋণ বিতরণ পদ্ধতিটি সকল অ-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক উপস্থাপিত উদ্ভাবনী ধারণা (ইনোভেটিভ আইডিয়া) সমূহের মধ্য হতে শ্রেষ্ঠত্বের এ স্বীকৃতি লাভ করে।

মঙ্গলবার (২১ মে) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগ (এফআইডি) ই-গভর্নেন্স ও উদ্ভাবন কর্মপরিকল্পনা ২০২৩-২৪ এর ইনোভেশন প্রদর্শনী (শোকেসিং) অনুষ্ঠানে বিএইচবিএফসি-কে এ পুরস্কার প্রদান করে। এফআইডি'র আওতাধীন সকল ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মাননীয় অর্থ প্রতিমন্ত্রী জনাব ওয়াসিকা আয়েশা খান, এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিএইচবিএফসি'র ব্যবস্থাপনা পরিচালক জনাব মো. আব্দুল মান্নান এর পক্ষে প্রতিষ্ঠানটির মহাব্যবস্থাপক জনাব মো. খাইরুল ইসলাম এফআইডি সচিব ও অনুষ্ঠানের সভাপতি জনাব মোঃ আব্দুর রহমান খান, এফসিএমএ'র হাত থেকে পুরস্কারের ক্রেস্ট এবং স্বীকৃতিসূচক সনদপত্র গ্রহণ করেন। এফআইডি এবং বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।