দর বৃদ্ধির শীর্ষে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ

Posted on May 23, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৭ দশমিক ৩২ শতাংশ। কোম্পানিটি ২ হাজার ১২৫ বারে ৩৪ লাখ ১৯ হাজার ৭৯৯ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৮ কোটি ৩৯ লাখ টাকা। তালিকায় ২য় স্থানে থাকা পূবালী ব্যাংকের শেয়ার দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ৮৮ শতাংশ। কোম্পানিটি ১৭৫ বারে ১ লাখ ২০ হাজার ৫৪২ টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২৯ লাখ টাকা।

তালিকার ৩য় স্থানে থাকা আইসিবি এএমসিএল গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ডের ইউনিট দর বৃদ্ধি পেয়েছে ৫ দশমিক ০৮ শতাংশ। ফান্ডটি ১ হাজার ৮২৭ বারে ২৫ লাখ ৬৯ হাজার ১১৯ টি ইউনিট লেনদেন করেছে। যার বাজার মূল্য ৪ কোটি ৭০ লাখ টাকা।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে – এপেক্স স্পিনিংয়ের ৪.২১ শতাংশ, ভ্যানগার্ড এএমএল বিডি ফাইন্যান্স মিউচুয়াল ফান্ড ওয়ান’র ৩.৮৪ শতাংশ, রহিমা ফুডের ৩.০৬ শতাংশ, আইসিবি এএমসিএল সোনালী ব্যাংক লিমিটেড ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.৯৭ শতাংশ, এনআরবি ব্যাংকের ২.৯৪ শতাংশ, সিএপিএম আইবিবিএল ইসলামীক মিউচুয়াল ফান্ডের ২.৮৩ শতাংশ এবং প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডের ২.২৩ শতাংশ দর বেড়েছে।