সূচকের পতনে লেনদেন শেষ

Posted on May 23, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (২৩ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৮৯টি কোম্পানির ১১ কোটি ১৪ লক্ষ ৫৭ হাজার ৩৫৮টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫০৮ কোটি ৩১ হাজার ২৫৩টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ৫৮.৭০ পয়েন্ট কমে ৫৩১২.৪০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ২২.২৩ পয়েন্ট কমে ১৯০৭.৭০ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ১৫.০২ পয়েন্ট কমে ১১৫৯.৫৪ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪২টির, কমেছে ৩১৯টির এবং অপরিবর্তিত রয়েছে ২৮টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো:- ওরিয়ন ফার্মা, তৌফিকা ফুডস, ওরিয়ন ইনফিউশন, আলিফ ইন্ডাস্ট্রিজ, সিম টেক্স, বীচ্ হ্যাচারী, বেস্ট হোল্ডিং, রূপালি লাইফ ইন্সু:, লাফার্জ হোলসিম সিমেন্ট ও অ্যাক্টভি ফাইন।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- সিম টেক্স, পূবালি ব্যাংক, গোল্ডেন জুবলি মি. ফা., এপেক্স স্পিনিং, ভিএনএমএল বিডি মি. ফা., রহিমা ফুড, আইসিবি সোনালি ফার্স্ট মি. ফা., এনআরবি ব্যাংক, সিএপিএম আইবিবিএল মি. ফা. ও প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো:- ইউনিলিভার কনজ্যুমার, এপেক্স ফুড, সিলভা ফার্মা, ইস্টার্ণ কেবলস, বিএসসি পিএলসি, সোনালি আঁশ, কোহিনুর কেমিক্যাল, অগ্নি সিস্টেম, বীচ হ্যাচারী ও জেমীনি সী ফুড।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৫৩০৬৬৭২৬১০৪৩.০০।