লায়ন্স ক্লাবের গভর্নর হলেন মোহাম্মদ সায়েম

Posted on May 23, 2024

কর্পোরেট ডেস্ক: লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল এর ২০২৪-২০২৫ বছরের জন্য বাংলাদেশের জেলা ৩১৫ বি-৩ এর জেলা গভর্নর নির্বাচিত হয়েছেন লায়ন সাব্বির মোহাম্মদ সায়েম। এছাড়া প্রথম ভাইস জেলা গভর্নর হিসেবে নির্বাচিত হয়েছেন লায়ন শাহ আবুরুশ্দ আলমুনীর এবং দ্বিতীয় ভাইস জেলা গভর্নর হিসেবে নির্বাচিত হন লায়ন মোহাম্মদ ফেরদৌস হাসান।

শনিবার (১৮ মে) রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টাল এর ২৮তম বার্ষিক জেলা কনভেনশনে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। সকাল ৯টায় শুরু হওয়া কনভেনশনে বর্তমান জেলা গভর্নর লায়ন ফারহানা নাজ এর সভাপতিত্বে জেলা ৩১৫ বি৩ এর কয়েক হাজার লায়ন্স সদস্য এবং অন্যান্য জেলা থেকে আগত লায়ন নেতৃবৃন্দ উপস্থিত হয়ে প্রাণবন্ত করে তুলে ছিলেন এই কনভেনশন। উক্ত কনভেনশনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন কাজী আকরাম উদ্দিন আহমেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন আন্তর্জাতিক পরিচালক লায়ন শেখ কবির হোসেন।

কনভেনশনে ডেলিগেট এবং অল্টারনেটিভ ডেলিগেটদের ভোটে জেলা গভর্নর, প্রথম ভাইস জেলা গভর্নর, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর নির্বাচন সম্পন্ন হয়। সারাদিনব্যাপী উক্ত কনভেনশনে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রেখে আগামী দিনের নানামুখী সেবামূলক কাজের কর্ম পরিকল্পনা নির্ধারণ করা হয়। সেই সঙ্গে নতুন নেতৃবৃন্দকে ফুল দিয়ে বরণ করে নেন জেলা ও মাল্টিপোলের সকল লায়ন নেতৃবৃন্দ ও সদস্যরা।