আন্তর্জাতিক ডেস্ক : ২০২৩ সালের ১৫ আগস্টের পর পাকিস্তানে জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দেশটির অর্থনৈতিকবিষয়ক ফেডারেল মন্ত্রী আয়াজ সাদিক। তবে এর আগে আগামী এপ্রিলে স্থানীয় সরকার (এলজি) নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
রোববার কায়েদে আজমের জন্মদিন ও বড়দিন উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে মন্ত্রী নির্বাচন নিয়ে এ ঘোষণা দেন।
আয়াজ সাদিক বলেন, ২০২৩ সালেই জাতীয় নির্বাচন হবে। তবে প্রথম স্থানীয় সরকার নির্বাচন (এলজি) অনুষ্ঠিত হবে। এরপর ১৫ আগস্টের পর জাতীয় নির্বাচন।
সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময়, সাদিক বিধানসভাগুলো ভেঙে দেওয়ার বিষয়ে কথা বলেন। তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খান যদি বিধানসভাগুলো ভেঙে দিতে চান তবে তারিখ দেওয়ার পরিবর্তে তার অবিলম্বে এটি করা উচিত ছিল।
সাদিক আরও বলেন, খান তার শাসনামলে ব্যাপক ঋণ নিয়েছিলেন এবং সেই ঋণের কারণে দেশে ব্যাপক মুদ্রাস্ফীতি ঘটে।
সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান আগাম নির্বাচনের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন। দেশটির ফেডারেল সরকারকে চাপে ফেলতে তিনি সম্প্রতি দুটি প্রাদেশিক পরিষদের আইনসভা ভেঙে দেওয়ার হুমকিও দেন। ইমরান খানের দল পিটিআই নিয়ন্ত্রিত পাঞ্জাব ও খাইবার পাখতুনখাওয়ার প্রাদেশিক আইনসভা ভেঙে দেওয়ার সিদ্ধান্ত হয়।
ইমরান খানের এ পদক্ষেপে দেশটি নতুন ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। গত এপ্রিলে রাজনৈতিক গোলযোগের মধ্যে অনাস্থা ভোটে হেরে ক্ষমতাচ্যুত হন ইমরান খান। গত নভেম্বরে দেশব্যাপী লংমার্চ পরিচালনা করার সময় গুলিবিদ্ধও হন এই সাবেক ক্রিকেটার ও রাজনীতিবিদ। সূত্র: জিও নিউজ
© ২০২৩ সর্বস্বত্ব সংরক্ষিত | কর্পোরেট সংবাদ সম্পাদক - মোঃ মিজানুর রহমান । উপদেষ্টা সম্পাদক- জেসমিন আক্তার, এফসিএস ই-মেইলঃ corporatesangbad@gmail.com । ফোনঃ ০২২২-৩৩৫৪১২৫ । মোবাইলঃ ০১৭১১০৭৬৮১৫ অফিসঃ ৫৫/বি, নোয়াখালী টাওয়ার, ১১ তলা, সুইট ১১-এফ, পুরানা পল্টন, ঢাকা ১০০০ |
পাকিস্তানে জাতীয় নির্বাচন আগামী ১৫ আগস্টের পর : আয়াজ সাদিক https://corporatesangbad.com/859/ |