আজ শেয়ারবাজার বন্ধ

Posted on May 22, 2024

পুঁজিবাজার ডেস্ক : বৌদ্ধ ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বুদ্ধ পূর্ণিমা বা বৈশাখী পূর্ণিমা উপলক্ষে সরকারি ছুটি থাকায় বুধবার (২৩ মে) উভয় শেয়ারবাজার বন্ধ রয়েছে। আগামীকাল বৃহস্পতিবার (২৪ মে) যথাযথ নিয়মে ফের ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) লেনদেন চালু হবে।

বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে প্রতি বছরই দেশের সব সরকারি, আধাসরকারি, স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান, ব্যাংক ও আদালতের কার্যক্রম বন্ধ থাকে। দেশ ও বিদেশে দিবসটি যথাযথ মর্যাদায় পালিত হয়। এ কারণে আজ দেশের অন্যান্য সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের মতো পুঁজিবাজারও বন্ধ থাকবে।