সূচকের পতনে লেনদেন শেষ

Posted on May 21, 2024

পুঁজিবাজার ডেস্ক : সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার (২১ মে) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের সাথে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর। তবে বেড়েছে টাকার পরিমাণে লেনদেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ ঢাকা স্টক এক্সচেঞ্জে মোট ৩৯৩টি কোম্পানির ১৭ কোটি ২৮ লক্ষ ৬৪ হাজার ১৩০টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে আজ মোট লেনদেনের পরিমাণ ৫৯১ কোটি ৬২ লক্ষ ১৮ হাজার ৯২টাকা।

ডিএসই ব্রড ইনডেক্স (ডিএসইএক্স) আগের কার্য দিবসের চেয়ে সূচক ২২.৫৫ পয়েন্ট কমে ৫৩৭১.১০ পয়েন্ট, ডিএস-৩০ মূল্য সূচক ৮.৯৫ পয়েন্ট কমে ১৯২৯.৯৩ পয়েন্ট এবং ডিএসইএস শরীয়াহ সূচক (ডিএসইএস) ৬.২০ পয়েন্ট কমে ১১৭৪.৫৬ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২টির, কমেছে ২৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টি কোম্পানীর শেয়ার।

লেনদেনের ভিত্তিতে (টাকায়) প্রধান ১০টি কোম্পানি হলো: ওরিয়ন ফার্মা, তৌফিকা ফুডস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, বেস্ট হোল্ডিং, বীচ্ হ্যাচারী, ই-জেনারেশন, ওরিয়ন ইনফিউশন, আইসিবি সোনালী ফার্স্ট মি. ফা., আলিফ ইন্ডাস্ট্রিজ ও সী পার্ল।

দর বৃদ্ধির শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: প্রাইম ব্যাংক ১ম আইসিবিএ এএমসিএল মি.ফা., মতিন স্পিনিং, রহিম টেক্স, হাওয়া অয়েল টেক্স, কপারটেক ইন্ডা:, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মি. ফা., বীকন ফার্মা, দেশ গার্মেন্টস, ফেডারেল ইন্সুঃ ও পিএইচপি ফার্স্ট মি. ফা.।

দর কমার শীর্ষে প্রধান ১০টি কোম্পানি হলো: সিকদার ইন্সুঃ, সোনালি পেপার, সোনালি লাইফ ইন্সুঃ, কোহিনুর কেমিক্যাল, নিউ লাইন ক্লথিং, ওরিয়ন ইনফিউশন, এশিয়াটিক ল্যাবরেটরিজ, লিগেসী ফুটওয়্যার, নাভানা ফার্মা ও জেএমআই হাসপাতাল।

আজ ডিএসই’র বাজার মূলধন:- ৬৮৯৩৭৩৩০৬৫২২৩.০০।